নিজস্ব প্রতিবেদক
যশোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়েছে তিন লক্ষাধিক শিশু। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু হাসপাতাল যশোরে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।
কর্মসূচির আওতায় জেলায় ৩ লাখ ৪০ হাজার ৫০৬ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। তবে ৩ লাখ ৩৪ হাজার ৮৬০ জন শিশু লাল-নীল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়েছে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী ৪০ হাজার ১৮৬ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৯৪ হাজার ৬৭৪ শিশু ছিলো।
সূত্রমতে, ৬-১১ মাস বয়সী ৪০ হাজার ৬৭৬ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। যা পূর্ণ হয়েছে ৯৮.৭৯ শতাংশ ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৯৯ হাজার ৮৩০ শিশুর নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। যা পূর্ণ হয়েছে ৯৮.২৮ শতাংশ। ৫ হাজার ৫৫৮ জন স্বেচ্ছাসেবক, কর্মী ও সুপারভাইজারের তত্ত্বাবধানে জেলায় ১০টি স্থায়ীসহ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোট ২ হাজার ২৯৭টি অস্থায়ী টিকাকেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) নাজমুস সাদিক রাসেল, যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদসহ চিকিৎসকবৃন্দ, স্যানিটারি ইন্সপেক্টর ও মাঠ পর্যায়ের কর্মীদের প্রতিনিধিগণ।