নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, মির্জা ফখরুলদের শেখ হাসিনার উন্নয়ন চোখে পড়ে না। উন্নয়ন দেখার জন্য ফখরুলদের চশমায় ডাবল পাওয়ার লাগাতে হবে। সারা দেশের কথা বাদই দিলাম যশোর সদরে গত দশ বছরে পনের শত কোটি টাকার উন্নয়ন হয়েছে। শুধু ১৫০ স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন চারতলা ভবন হয়েছে। ১৬০ টি নতুন করে সড়ক পাকা হয়েছে। এছাড়াও দৃশ্যমান হাজারো উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এসব উন্নয়ন প্রচার করতে হবে। নিজেদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ভেদাভেদ ভুলে যেয়ে বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হতে হবে। মঙ্গলবার যশোর শহরের খালধার রোড়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান বাবুল, রাজিবুল আলম ও যশোর পৌর শ্রমিকলীগের আহ্বায়ক শেখ হারুন অর রশিদ ফুলু।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, উপদেষ্টা আবুল হোসেন খান, জেলা যুব মহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের প্রচার সম্পাদক হাফিজুর রহমান, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব নাথ, সদস্য এস এম রবি সিদ্দিকী, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগের সাবেক নেতা মাজহারুল ইসলাম মাজহার প্রমুখ।
