নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার উদ্যোগে গতকাল শহরের দড়াটানায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নিউ ভৈরব ও ভৈরব হোটেল কর্তপক্ষের দখলে থাকা সামনের অংশ ও অপর একটি ফলের দোকান স্কেভেটার দিয়ে ভেঙ্গে দেয়া হয়। এরপর শহরের নলডাঙ্গা রোডে যান পৌরসভার কর্মকর্তারা। সেখানে পৌর পুকুর ধারের অবৈধ স্থাপনা দেখেন। তবে অবৈধ দখলকৃত স্থানের নির্দিষ্ট ম্যাপ না থাকায় ফিরে আসেন।
পরে সার্ভেয়ার গিয়ে মেপে পৌরসভার যায়গার সীমানা নির্ধারণ করা হবে। এরপর সেই জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন। দড়াটানায় উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ, ইন্সপেক্টর (পরিচ্ছন্ন) দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক মন্টু, মনিরুজ্জামান নয়ন প্রমুখ।
সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ বলেন, শহরের যানজট নিরসনে পৌরসভা রাস্তার পাশে নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। সেই সাথে পুনঃদখল ঠেকাতে সকাল-বিকাল দুই শিফটে কমিউনিটি পুলিশ দায়িত্ব দেয়া হয়েছে। যদিও পুনঃদখল ঠেকাতে আমরা এখনো শতভাগ সফল হতে পারেনি। তবে ৮০ শতাংশ সফল হয়েছি। প্রয়োজন হলে কমিটিউনিটি পুলিশের সংখ্যা আরও বড়ানো হবে।
