অভয়নগর (যশোর) প্রতিনিধি
নওয়াপাড়ায় ভৈরব নদে পৌরসভার আয়োজনে শুক্রবার বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলা নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে দূর দূরান্ত থেকে বাইচপ্রেমী লাখো জনতার ঢল নামে। এ যেন এক অন্যরকম সামাজিক মিলনমেলা। মেলায় হরেক রকম পসরার দোকান বসে।
আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশগ্রহণ করে। এসব নৌকা কয়রা, দিঘলিয়া, তেরখাদা, মাগুরা, মুকসুদপুর, ও টুঙ্গিপাড়া উপজেলা থেকে এসেছিলো। এর মধ্যে রয়েছে খলিলুর রহমানের লাল রঙের সুন্দরবন টাইগার, মাহাবুবুর রহমানের কমলা রঙের মোবাইল এক্সপ্রেস, আকরামের হলুদ রঙের মাগুরা টাইগার, উসমানের টিয়া রঙের মায়ের দোয়া, অপূর্ব রায়ের সাদা জয় মা কালী, অমিত্র রায়ের গোলাপি হর হর মহাদেব, শিশির ঢালীর পেষ্ট রঙের মা শীতলা।
প্রতিযোগিতায় খুলনা জেলার কয়রার খলিলুর রহমানের লাল সুন্দরবন টাইগার প্রথম স্থান অধিকার করে। গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া অপূর্ব রায়ের সাদা জয় মা কালী বাইচের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে। মাগুরা জেলার হলুদ রং টাইগার তৃতীয় স্থান অধিকার করে।
নৌকাবাইচ চলাকালীন সময়ে নদীতে কঠোর নিরাপত্তা রক্ষা করে অভয়নগর থানা পুলিশ, নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রতিযোগিতা শেষে ফেরিঘাট চত্বরে নওয়াপাড়া পৌরসভার মেয়র ও বার্ষিক নৌকাবাইচ পরিচালনা কমিটির সভাপতি সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, অভয়নগর প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পাল, আফিল ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান লাভলু, বাজার উন্নয়ন কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।