নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের দড়াটানা মোড়ের হাসপাতাল সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এ সময় ভৈরব ও নিউ ভৈরব হোটেলের সামনের অংশসহ অন্তত ১০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসির।
তিনি জানান, শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন হাসপাতাল সড়কের দু’পাশের ফুটপাত দখল করে ব্যবসায়ীরা তাদের দোকানপাট করে দীর্ঘদিন ফলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। একইসাথে ভৈরব ও নিউ ভৈরব হোটেল কর্তৃপক্ষ সামনের সড়কের অংশ দখল করে চুলা ও টেবিল বসিয়ে ব্যবসা চালচ্ছেন। এতে করে জনগণ ফুটপাত ব্যবহার করতে না পারায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে অন্তত ১০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, মৌখিকভাবে আগেই অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তারা সরিয়ে নেয়নি। পৌরসভার উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।
ফুটপাতের ব্যবসায়ীদের দাবি বিনা নোটিশে তাদের উচ্ছেদ করা হয়েছে। এতে তারা ক্ষতিগ্রস্থ হয়েছেন।
চলতি মাসে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সদস্যরা শহরের দড়াটানায় ভৈরব নদের দু’ধারে অবৈধভাবে দখলের অভিযোগ করেন। তখন সভায় সিদ্ধান্ত হয় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।