নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার কমিশনার নূর উন নবীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সদর উপজেলা বিএনপির আয়োজনে বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন নিয়ে প্রয়াত নূর-উন-নবীর মতো আমাদের সহযোদ্ধারা রাজনীতি করছেন। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে তিনি আমৃত্যু পর্যন্ত রাজপথে থেকেছেন। আমরা যদি জনগণের ভোটাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, সেটি হবে আমাদের প্রয়াত নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর উপলক্ষ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিু, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসি বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা মৎস্য জীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।