নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও যশোর-১ আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, দেশে জাতীয় নির্বাচন বিঘ্নিত করতে ইসলামের লেবাসধারী একটি দল গণভোট দাবির নামে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এ ষড়যন্ত্র বিএনপি সফল হতে দেবে না। এজন্য মাঠ পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
গতকাল সন্ধ্যা রাতে যশোর শহরের ষষ্ঠীতলায় তার বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে অংশ নেন শার্শা উপজেলা বিএনপি, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ মফিকুল হাসান তৃপ্তির সাথে দেখা করতে তার শহরের বাসভবনে আসেন। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাজারে আড্ডা দিয়ে সময় নষ্ট করা যাবে না। সাধারণ ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার করতে হবে।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, জামায়াত ইসলামী ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তারা মসজিদে নামাজ শেষে মিথ্যা প্রলোভনে ভোট চাইছে। বিএনপির নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকার অনুরোধ করেন। এসময় তিনি আসন্ন নির্বাচন ও সমসাময়িক রাজনীতি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। বলেন, এমন কোন কাজ করা যাবে না যাতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে অন্য রাজনৈতিক দল সুযোগ নেয়।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ও কুদ্দুস আলী, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা বিএনপির নেতা আবুল কালাম, ওলিয়ার রহমান, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান, নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হানিফ সর্দার, বাহাদুরপুর বিএনপির নেতা আসাদুজ্জামান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, শার্শা থানা ছাত্রদল নেতা রনি হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মী।
