সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কথিত আমদানি-রপ্তানিকারক সমিতির নামে অবৈধভাবে টাকা উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। এ দাবিতে রোববার তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, একটি কুচক্রি মহল ভোমরা স্থল বন্দর এলাকায় কথিত আমদানি-রপ্তানিকারক সমিতির নাম দিয়ে ট্রাকপ্রতি ৩শ’ টাকা আদায় করছে। অবিলম্বে চাঁদা আদায় বন্ধ না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য ভোমরা আমদানি-রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক আবু হাসানের কাছে ফোন দেয়া হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন: পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত