খুলনা ব্যুরো
অতিমারী করোনার প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠী যারা জীবন ও জীবিকার লড়াইয়ে বেসামাল সেই মানুষেরাই এখন উদ্যোক্তার ভূমিকায়। তাদের জীবন নতুন গতি পাচ্ছে। স্বপ্নহীন চোখে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। সংগ্রামী প্রান্তিক মানুষের মিলনমেলা আজ ৬মার্চ সোমবার প্রথমবারের মত অনুষ্ঠিত হয় মোংলা শ্রমিক সংঘ প্রাঙ্গনে। দিনব্যাপি উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীটি চলে শ্রমিক সংঘের মাঠে।
দিনব্যাপি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মেংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর কাউন্সিলর আলআমিন গাজী ও জোহরা বেগম, পৌর নির্বাহী অমল কৃষ্ন সাহা, প্রেস ক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাংবাদিক ও পরিবেশ কমী নূর আলম শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশারাৎ জাহান ও বিআরডিবি অফিসার সবুজ বৈরাগী। রূপান্তর-এর কর্মসূচী পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যেক্তাদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পৌর পরিচ্ছন্ন কর্মী সোহেল,চাদপাইর পোল্ট্রি উদ্যেক্তা রীতা হালদার, চা বিক্রেতা আমির হোসেন,নারী উদ্যেক্তা তপতী মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের মাসুদ রানা, গোলাম মোস্তফা, বিপুল রায় ও সুনীতি রায়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, মার্চ মাস স্বাধীনতার মাস বাঙ্গালী জাতির মুক্তি আন্দোলনের মাস। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করার এ উদ্যোগটি সফল হলে তা’ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। এ সব উদ্যোক্তাদের সহযোগিতা প্রদানের জন্য তিনি সুইজারল্যান্ড সরকার এবং রূপান্তরকে ধন্যবাদ জানান। মেলায় বিভিন্ন পেশার ২৫জন উদ্যোক্তা মেলায় অংশগ্রহন করেন। মোংলায় ২৯২জন ক্ষুদ্র উদ্যোক্তা তাদের প্রকল্প বাস্তবায়ন করেছেন।
আরও পড়ুন: খাবারের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ করেন বাসুদেব