বিনোদন ডেস্ক
বিতর্ক আর নোবেল যেন একে-অন্যের সমার্থকে পরিণত হয়েছে। জেমসের বিরুদ্ধে কটূক্তি, ধর্ষণ মামলা, আসিফের গিটারভাঙাসহ নানা ইস্যুতে আগে থেকেই তিনি বিতর্কিত। এবার সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী নোবেলের মাতলামির অভিযোগে অনুষ্ঠান পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, অসংলগ্ন আচরণ করেন নোবেল। গান গাওয়ার একপর্যায়ে মাতলামি শুরু করতে করতে স্টেজে বসে পড়েন তিনি। এমন মাতলামির কারণে ক্ষেপে গিয়ে দর্শকেরা জুতা ও পানির বোতলের ঢিল ছুড়ে মারতে থাকেন নোবেলের দিকে। পরবর্তীতে আয়োজকবৃন্দ নোবেলকে স্টেজ থেকে সরিয়ে নিয়ে যান।
অনুষ্ঠানের আহ্বায়ক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু জানান, ‘এমন ঘটনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলামনা। ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ তম বর্ষপূর্তি উদ্যাপন করতে গায়ক নোবেলকে আমন্ত্রণ জানানো হয়। রাত ৯টার দিকে তার গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০ মিনিটে। তাঁর এমন আচরণ আমাদের সম্মান নষ্ট করেছে।’
ফুলবাড়ি ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টারি প্রদর্শন, র্যাফেল ড্র এবং ঢাকাস্থ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকেও ঢাকাস্থ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।