রায়হান সিদ্দিক
যশোরের মঞ্চ মাতিয়েছে মাসুম রেজার জনপ্রিয় নাটক ‘নিত্যপুরাণ’। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলানয়তনে যশোর আন্তর্জাতিক নাট্য উৎসবের ২য় দিনে দেশনাটকের ১৫ তম প্রযোজনা ও নিত্যপুরাণের ১শ ২০ তম শো মঞ্চায়িত হয়। থিয়েটার ক্যানভাসের আয়োজনে যশোরে চলছে ১২ দিন ব্যাপী এই নাট্য উৎসব।
নিত্যপুরাণ নাটকে ফুটে উঠেছে নারীর ভেতরে লুকিয়ে থাকা অজস্র আর্তনাদ। অনেক সত্য উচ্চারণ বুকের ভেতর চাপা দেওয়ার একমাত্র হাতিয়ার এই একটি উচ্চারণ ‘সেই’। গল্পে দেখা যায়, একলব্যর সমস্ত প্রশ্নের উত্তর দ্রৌপদী লুকানোর চেষ্টা করে ‘সেই’ উচ্চারণের মধ্য দিয়ে। একলব্য ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে বলে, ‘পুনরায় সেই বলে কিছু নেই মহিষী। সত্য স্বীকার করুন। ভালো লাগে শর্ত? যে শর্তের জালে আপনি আষ্টেপৃষ্ঠে বাঁধা! পঞ্চপতির এক ভার্যা। ভালো লাগে দ্রৌপদী? একলব্য দ্রৌপদীর সামনে আয়না হয়ে দাঁড়ায়। আয়নার সামনে যেমন চেহারা ভেসে ওঠে ঠিক তেমন অরণ্যচারী যুবক একলব্যর সামনে উন্মোচিত হয় পাণ্ডবভার্যার অন্তরের সত্যকথন।
দ্রৌপদী বলে ওঠে, ভালো লাগে না একলব্য, একটুও ভালো লাগে না। যে একলব্য কোনোদিনও প্রেম পায়নি, কিন্তু তার সেই কথার সারমর্মই প্রেম পেলে যুদ্ধ থামে। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র অরণ্যে কাটানো জীবনে কোনোদিন শুনতে পায়নি রমনীয় কণ্ঠস্বর। প্রেমের কি বোঝে সে?- এ প্রশ্ন ছিল পঞ্চপাণ্ডবের মধ্যমপান্ডব অর্জুনের।
মহাবীর বলে জগৎজোড়া খ্যাতি যার, খ্যাতিময় অহংকার যার বুকে, সেই অর্জুনের এমন উচ্চারণ নিমিষেই উড়িয়ে দিয়ে প্রেমের বর্ণনা করে একলব্য। সমস্ত পাণ্ডবের চোখে স্বভাবসুলভ হিংসা ছড়ায়। শুধু প্রেমে ডোবে পাঞ্চালী। পঞ্চপাণ্ডবের এক ভার্যা পাঞ্চালী। ক্ষণকাল আগে একলব্যর সাথে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হয়েছে অর্জুন। শর্ত অনুযায়ী মৃত্যুই যখন পঞ্চপাণ্ডবের একমাত্র পরিণতি, ঠিক তখন দেখা দেয় নতুন গোলযোগ। পঞ্চপাণ্ডবদের একযোগে হত্যার উদ্দেশ্যে একলব্য পাঁচটা তীর রেখেছিল। কিন্তু তার অরণ্যের সখা শ্যোনপাখি খেলাছলে একটি তীর নিয়ে যাওয়াতেই এ সঙ্কট।
এরপরই একলব্যর চাওয়া অনুযায়ী সর্জবনে আগমন ঘটে দ্রৌপদীর। একলব্যর নতুন শর্ত দ্রৌপদীর ইচ্ছাতেই বাঁচবে এক পাণ্ডবের জীবন। হিরণ্যধনুর পুত্রের শত অনুনয়েও দ্রৌপদীর অন্তর সত্য উচ্চারণ করে না। বলতে পারেনা পঞ্চপাণ্ডবের কোন পান্ডবকে সে সবচেয়ে বেশি ভালোবাসে।
পঞ্চপাণ্ডবও বলতে পারেনা তাদের ভেতর কে সবচেয়ে বেশি ভালোবাসে পাঞ্চালীকে। এভাবেই এগিয়ে যায় মাসুম রেজার ‘নিত্যপুরাণ’। নাটকের সমাপ্তি ঘটে একলব্যর মৃত্যুর মধ্য দিয়ে।
সর্বশেষ
- চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার
- ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক, নিহত ৯
- সালমানের পর এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি, আতঙ্কে বলিউড
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নারী-পুরুষ আটক
- ধর্ষণের পর কিশোরীকে হত্যা করে পুকুরে ফেলে আত্মহত্যা বলে প্রচার
- ওবায়দুল কাদেরের তদবিরে রক্ষা পেলেও এবার বেরিয়ে আসছে সালমার থলের বিড়াল
- জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যা ৭টায় : প্রধান নির্বাচন কমিশনার
- বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানামুখী আশঙ্কায় ভারত