নিজস্ব প্রতিবেদক
যশোরে দ্বিতীয় দিনের মতো ভুয়া নার্স নির্মূলে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে শহরের মর্ডান, কুইন্স ও ইবনে সিনা হসপিটালে অভিযান চালনো হয়। সাথে ছিলেন, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, ডা. সামিনা পারভীন স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বিপ্লব আলী, খন্দকার হাসিব, সুরাইয়া বিনতে আনোয়ার (শান্তা) সহ শিক্ষার্থীরা।
প্রথমে শহরের মডার্ন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালালে দেখা যায়, সেখানে অধিকাংশ নার্স ভুয়া। তাদের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নেই। এ সময় সিভিল সার্জন তাদের আগামী ১৫ দিনের মধ্যে ডিপ্লোমা নার্স নিয়োগ দিতে নির্দেশ দেন। এ নির্দেশ মানা না হলে প্রতিষ্ঠান ‘সিলড’ করে দেয়ার হুশিয়ারি দেয়া হয়। এরপর কুইন্স ও ইবনে সিনা হাসপাতালে অভিযান পরিচালনা করে তেমন কোনো অসঙ্গতি পায়নি স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ভুয়া নার্স নির্মূল না হওয়া পর্যন্ত শহরের ক্লিনিকগুলোতে অভিযান অব্যাহত থাকবে। সঠিকভাবে ক্লিনিক পরিচালনা করা না হলে, কাউকে ছাড় দেওয়া হবে না।