মণিরামপুর (যশোর) প্রতিনিধি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, মণিরামপুরের উন্নয়ন এখন দৃশ্যমান। আগামী একচল্লিশ সাল নাগাদ বাংলাদেশের উন্নয়নে একটি রোলমডেল দেখতে পাবে এ দেশের জনগণ। আর যারা জননেত্রী শেখ হাসিনার এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ বটমূলে স্বাধীনতার ৫০ বছরের সুর্বণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।
প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার দুই যুগ পর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা পেয়ে জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করে চলেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মুক্তির স্বপ্ন দেখিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। আজ দেশের প্রতিটি নাগরিক বিদ্যুৎ সুবিধা, বাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। আগামী একচল্লিশ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। যা একটি ডেল্টা প্রকল্প হিসেবে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আর এ উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশের একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জানের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামী লীগের নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।