নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় মণিরামপুরের দুই ব্যবসায়ীকে দেড় বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এক রায়ে এ সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের মিজানুর রহমানের ছেলে হাদিউজ্জামান রনি ও চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে ফরহাদ হোসেন দিপু।
মামলার বিবরণে জানা গেছে, মণিরামপুর থানা পুলিশ ২০১৯ সালের ১৭ আগস্ট চুকনগর-রাজারহাট রোডের বাবু স্টোরের সামনে থেকে ২০পিচ ইয়বা ট্যাবলেটসহ ওই দুইজনকে আটক করে। এ ঘটনায় এসআই খান আব্দুর রহমান বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে মণিরামপুর থানায় ামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই তপন কুমার সিংহ আটক দুইজনের বিরুদ্ধে ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে আদালতে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে দেড় বছর করে সশ্রম কারাদ-, ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ডেরর আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজনই জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।