মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. বজলুর রহমান আর নেই। তিনি রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।
মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন যোহরবাদ মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের পুত্র আব্দুল কালাম আজাদ জানান, পিতা বজলুর রহমান দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। দু’দিন আগে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ইবনে সিনা হাপসাতালে আইসিইউতে রাখা হয়। এরপর রোববার সকাল ৭ টার দিকে তিনি ইন্তেকাল করেন। যোহরবাদ মণিরামপুর উপজেলার পাতন দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঝিকরগাছায় জমি নিয়ে মারামারি, আটক ১