নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
‘সবাই মিলে শক্ত হাতে রুখব মোরা দারিদ্রকে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে দারিদ্র্যতা দূর করতে অসহায় নারী পুরুষের মাঝে ছাগল বিতরণ করেছে ‘আলোর পথে’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার বিকেলে খেদাপাড়া পল্লিমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১০ গ্রামের দশ জনকে এ সহায়তা দেয়া হয়।
ছাগল পাওয়া ১০ ব্যক্তি হলেন, খড়িঞ্চি গ্রামের কৃষ্ণপদ, মনোহরপুর গ্রামের রেবেকা খাতুন, তেঁতুলিয়া গ্রামের ভারতী রানী, জুড়ানপুর গ্রামের শফিয়ার মোল্যা, গাঙ্গুলিয়া গ্রামের ছবিতা বেগম, কোদলাপাড়া গ্রামের জরিনা খাতুন, গালদা গ্রামের ইসমাইল হোসেন, ডুমুরখালী গ্রামের রুব্বান বেগম, শৈলি গ্রামের আনোয়ারা বেগম ও সালামতপুর গ্রামের রবিউল ইসলাম।
ছাগল বিতরণ অনুষ্ঠানে আলোর পথে সংগঠনের সহসভাপতি সাগর আল মামুন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, উপদেষ্টা সদস্য আতাউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা পারভীন লাকি, প্রচার সম্পাদক আবু রাসেল ও হাসানুল কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর কবীর লাচ্চু, সদস্য আলমগীর কবীর, শরিফুল ইসলাম, আবু তালহা, হাবিবুর রহমান,অনুপ কৃষ্ণ গোস্বামী, মিলন চ্যাটাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১৮ সেকেন্ডেই ই-পাসপোর্টধারী নাগরিকেরা ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে পেরে খুশি