নিজস্ব প্রতিবেদক:
যশোরের মণিরামপুরে ইজিবাইকের চাকায় চাঁদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারিয়া খাতুন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারিয়া ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। মণিরামপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ঢাকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে মারিয়া খাতুন একই গ্রামের মৃত ওকিল উদ্দিনের ছেলে মফিজুর রহমানের ইজিবাইকে করে পার্শ¦বর্তী ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় ঢাকুরিয়া-কুয়াদা সড়কের পথিমধ্যে ঢাকুরিয়া তালতলা মোড়ে গেলে এ ঘটনা ঘটে। মারিয়া ইজিবাইকের ভেতরে বসে ছিল। এ সময় তার গায়ের চাঁদর ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায় এবং গলায় ফাঁস লেগে মৃত্যু ঘটে।
মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই সালমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মফিজুর প্রতিদিন ভাড়া চালাতে যশোরে যায়। ওই শিক্ষার্থীর বাড়ি এক স্থানে হওয়ায় প্রায় দিনই মফিজুরের ইজিবাইকে স্কুলে যাওয়া-আসা করতো।
আরও পড়ুন: বৃদ্ধা মায়ের খোঁজ রাখে না ৯ সন্তানের কেউ
