মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছিলুমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, ঘুঘুদাহ-ফেদাইপুর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেন, এস এম ইয়াকুব আলীর প্রতিনিধি তাজাম্মূল হুসাইন, রিপন হোসেন, ছাত্রলীগ নেতা রনি হোসেন, যুবলীগ নেতা আফজাল হোসেন প্রমুখ।