মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বন্যা সাহা (২১) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার সকালে মায়ের ওপর অভিমান করে নিজ কক্ষে তিনি আত্মহত্যা করেন। বন্যা পৌরসভার দোলখোলা মোড়ের ইলেকট্রনিক দোকানী গোপাল সাহার মেয়ে এবং এমএম কলেজের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী।
মণিরামপুর পৌরসভার কাউন্সিলর বাবুলাল চৌধুরী বলেন, সোমবার সকালে বন্যার সাথে তার মা রিংকু সাহার সাথে কথা কাটাকাটি হয়। মায়ের সাথে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি জড়িয়ে গলায় ফাঁস দেন বন্যা। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।