নিজস্ব প্রতিবেদক
ঘটনার দেড় বছর পর মণিরামপুরের খালিয়া গ্রামের যুবক বুলবুল ইসলামকে অপহরণ ও গুমের অভিযোগে এক নারীসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার অপহৃত বুলবুলের ভাই রবিউল ইসলাম এই মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো খালিয়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী সালমা খাতুন, মৃত সমতাজ উদ্দীনের ছেলে বিল্লাল হোসেন ও সদরের রামনগর মুড়লীর আজিবার বিশ্বাসের ছেলে জলিল। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শাহনাজ আকতার।
মামলার অভিযোগে জানা গেছে, বুলবুল কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। আসামি বিল্লাল হোসেন গ্রামে ঘরজামাই থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ান। বিল্লালের কর্মকান্ডের প্রতিবাদ করায় আসামিরা রবিউল ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়। পূর্ব শত্রুতার কারণে পরিকল্পনা করে ২০২১ সালের ২০ আগস্ট আসামিরা বিল্লালকে অপহরণ করে অপরিচিত স্থানে আটকে রেখেছে। দেড় বছর ধরে খোঁজাখুজির এক পর্যায়ে জানা গেছে আসামিরা বিল্লালকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করে ফেলেছে। বিল্লালকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।