ঝাঁপা প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামে কপোতাক্ষ নদের পাড়ের একটি মাছের ঘেরের বান্দাল ভেঙ্গে চাষকৃত মাছ কপোতাক্ষ নদে ভেসে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে ওই চাষির।
ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামস্থ কপোতাক্ষ নদ এলাকায়। ওই মাছের ঘেরের মালিক স্থানীয় হাজরা বিশ্বাস ও সত্য বিশ্বাস।
ক্ষতিগ্রস্থ দুই ভাই জানান কপোতাক্ষ নদের পাড়ে ৬ একর জমি লিজ নিয়ে মাছ চাষ করেছি। সম্প্রতি কপোতাক্ষ নদ খনন শুরু হলে খননকারিরা ঘেরের বান্দালের পাশ থেকে মাটি কেটে ফেলার কারণে ঘেরের বান্দাল সরু হয়ে যাওয়ায় ভেঙে গেছে।