মণিরামপুর প্রতিনিধি :
প্রতিবেশি প্রভাবশালী বুলবুল আহম্মেদ বুলির কাছে জমি বিক্রি না করায় তিন মেয়ে নিয়ে বসবাস করা দুর্বিসহ হয়ে উঠেছে। জমিতে কাজ করতে গেলেই তাদের উপর চালানো হয় শারীরিক নির্যাতন। থানায় অভিযোগ করলেও প্রতিকার মিলছে না। উপরোন্ত তাদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন ভুক্তভোগি তাসলিমা বেগম। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফারজানা আক্তার।
তাসলিমা পৌর এলাকার দুর্গাপুর গ্রামের সাবেক কাউন্সিলর মৃত সাখাওয়াত হোসেনের স্ত্রী। তাসলিমা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তার স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে নিয়ে দুর্গাপুর গ্রামে ১১ শতক জমির উপর বসবাস করে আসছেন। ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশি প্রভাবশালী বুলবুল আহম্মেদ বুলির। বুলি কয়েকবার তার জমি কেনার জন্য তাকে প্রস্তাব দেয়। কিন্তু বসবাসের আর কোন জমি না থাকায় তাসলিমা জমি বিক্রি করতে চাননি। এরপর থেকে নানাভাবে তাদের উপর নির্যাতন করা হচ্ছে।
বুলিল নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত ১৮ জানুয়ারি বসতবাড়ি জবর দখলের চেষ্টাকালে বাধা দেয়ায় তাসলিমা ও তার মেয়েদের মারপিট করা হয়। এ নিয়ে থানায় অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। উপরোন্ত তাদের বিরুদ্ধে বুলির দায়েরকৃত মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মেয়েদের নিয়ে নিরাপদে নিজ জমিতে বসবাসের জন্য সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আদম আলী জানান, এ নিয়ে কয়েকবার পৌরসভার মাধ্যমে শালিস করা হলেও বুলি মানেনি। আসলেই ভুক্তভোগি তাসলিমাসহ তার মেয়েরা নিরাপত্তাহীনতায় আছেন।
আরও পড়ুন: কুলের আঁটি গলায় বেঁধে শিশুর মৃত্যু