আব্দুল্লাহ সোহান, মণিরামপুর : আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মণিরামপুরে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে বৃহস্পতিবার সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এসএম ইয়াকুব আলী। উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ, হাশেম আলী, গৌর ঘোষ, আব্দুল বাশার, সন্দীপ ঘোষ প্রমূখ।
আলোচনা শেষে মাষ্টার নাজিম উদ্দীন দোয়া পরিচালনা করেন।
আরও পড়ুন: যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ