মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে তরিকুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। তরিকুল ইসলাম কেশবপুর উপজেলার কমলাপুর গ্রামের হোসেন আলীর ছেলে। এ সময় জিকু নামে ১২ বছরের এক কিশোর গুরুতর আহত হয়। শনিবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৭টার দিকে নিহত তরিকুল ও আহত জিকু একই মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে মোটরসাইকেল আরোহী তরিকুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয় কিশোর জিকু।
মণিরামপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলেক জানান, তরিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত জিকুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।