নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিধান চন্দ্র রায় (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সীমান্তবর্তী ছাতিয়ানতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই মাইক্রোবাস আরোহী ছিলেন।
নিহত বিধান চন্দ্র রায় (৫৮) বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের ছেলে।
আহতরা হলেন, মাইক্রোবাস চালক মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লিটন হোসেন (৪৮), খুলনা মহানগরের শেখপাড়ার বানিয়া খামার এলাকার গোলাম নবীর ছেলে এমএম জোয়ার্দ্দার ও তার বোন একই এলাকার হোসনে আরা বেগম (৫৪), শওকত আরা জোয়ার্দ্দার (৫০) এবং জেলি জোয়ার্দ্দার (৫৭)।
মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।