নিজস্ব প্রতিবেদক: যশোর গোয়েন্দা পুলিশের অভিযানে তিনটি তক্ষক সাপ ও নগদ ৩০ হাজার টাকাসহ দুই ব্যক্তি আটক হয়েছে। আটককৃতরা হলো কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিশ্বজিৎ মন্ডল ও ভোলার দৌলতখান দক্ষিণ জয়নগরের আব্দুল খালেক।
শনিবার রাতে মণিরামপুর উপজেলার বিপ্রকোনা গ্রাম থেকে ডিবি পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে মণিরামপুর উপজেলার বিপ্রকোনা গ্রামের রেজাউলসহ একটি চক্র তক্ষক সাপ কেনাবেচা করছে এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল পালিয়ে গেলেও পুলিশের হাতে আটক হয় বিশ্বজিত মন্ডল ও আব্দুল খালেক। এসময় বিশ্বজিতের কাছে থাকা বাজারের ব্যাগ থেকে উদ্ধার করা হয় তিনটি তক্ষক সাপ। যার মধ্যে একটি সাপ মৃত ছিল বলে পুলিশ জানায়। এছাড়া আব্দুল খালেকের কাছ থেকে উদ্ধার করা হয় তক্ষক সাপ কেনাবেচার নগদ ৩০ হাজার টাকা। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা হয়েছে।