মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নির্মাণকৃত তোরণ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোন এক সময় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নির্মাণকৃত তোরণ ভাংচুর করা হয়। এ তোরণ ভাংচুরের ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌর শহরস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এসএম ইয়াকুব আলীর সৌজন্যে এ তোরণ নির্মাণ করা হয়। শুক্রবার রাতের কোন এক সময় তোরণটি ভাংচুর করে কে বা কারা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, বিষয়টি অবশ্যই নিন্দনীয়। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ।
এসএম ইয়াকুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মণিরামপুরে নির্মাণকৃত তোরণটি শুক্রবার রাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কে বা কারা ভাংচুর করেছে।
এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি শুনেছি।
আরও পড়ুন: সাতক্ষীরায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের ‘পতাকা যুদ্ধ’