নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা কোদলাপাড়া জামতলা কফি হাউজের পাশে মনিরের গ্রিলের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে গ্রিল তৈরির দামি মালামাল, যন্ত্রপাতি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এতে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানমালিক দাবি করেছেন।
দোকানমালিক মনির জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সোমবার ভোরে এসে দেখেন দোকানের তালা ভাঙা, ভেতরের গ্রিল তৈরির লোহা, মেশিন, সরঞ্জাম এবং কিছু নগদ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি স্থানীয়দের সহযোগিতায় দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। সেখানে কয়েকজন সন্দেহভাজনকে দোকানের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বেড়েছে। এমন বড় ধরনের চুরির ঘটনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার