নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত দুই শিশুর নাম সামিয়া খাতুন (৪) ও সাহাবিদ জিম (৩)। তারা বারপাড়া গ্রামের শহিদুল ইসলামের সন্তান।
শহিদুল ইসলাম পেশায় স্কুল শিক্ষক। তিনি যশোর সদর উপজেলার দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
বারপাড়া গ্রামের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাথী বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে দুই ভাই-বোন বাড়িতে খেলছিল। তাদের বাবা মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের ঘাটে নেমে খুঁজতে গিয়ে একটি হাতের সন্ধান পান বাবা শহিদুল। পরে হাত টান দিতেই দেখেন মেয়ে সামিয়া।
তার হাত ধরে আছে ছেলে সাহাবিদ। তখন দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্কুল শিক্ষক বাবা।
ইউপি সদস্য সাথী বেগম আরও বলেন, শিক্ষক শহিদুলের এই দুই সন্তান ছাড়া আর কোন সন্তান নেই। একসাথে ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।