নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরের প্রভাষক উদয় শংকর হত্যা মামলায় পূর্ববাংলা কমিউস্টি পার্টির সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম ওরফে আলম মেম্বরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালি রাণী এই আদেশ দিয়েছেন। আসামি আলম মেম্বর অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, মণিরামপুরের পাচাকড়ি গ্রমের উদয় শংকর বিশ্বাস ইউনিয় যুবলীগের সভাপতি ও টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এবং নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ছিলেন। উদয় শংকর ২০২৩ সালের ১৬ অক্টোবর সকালে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে টেকেরঘাট বাজারে যান। বাজার শেষে বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দে বাড়ির লোকজন রাস্তায় এসে দেখে উদয় শংকর রাস্তার উপর পড়ে আছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের মা ছবি রাণী বিশ্বাস অজ্ঞাতনামা আসামি দিয়ে মণিরামপুর থানায় মামলা করেন। তদন্তকালে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে একজনকে আটক করে পুলিশ। আল আমিন হত্যার সাথে নিজে ও অপর জড়িত আলম মেম্বরসহ কয়েক জনের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন। গত ২৮ মে যশোরের ডিবি পুলিশ শহরের চাঁচড়া এলাকার একটি মাছের খামার থেকে বিস্ফোরকদ্রব্যসহ আলম মেম্বারকে আটক করে। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আটক আলম মেম্বরকে প্রভাষক উদয় শংকর হত্যা মামলায় আদালতের মাধ্যমে শোন অ্যারেস্ট করেন। গত ৩ জুন আলম মেম্বরের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।