নিজস্ব প্রতিবেদক
যশোর-চুকনগর মেইন সড়কের মণিরামপুর উপজেলার আগরহাটি স্টার ভাটার সামনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহিন হোসেন ইসলাম ভাটার মালিক ও পৌর এলাকার মোহনপুর বটতলার মোড়ের ব্যবসায়ী নুর ইসলামের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দ্রুত গতিতে একটি প্রাইভেটকার যশোরের দিক থেকে কেশবপুরের দিকে ও অপর একটি মোটরসাইকেল চিনাটোলা বাজারের দিক থেকে মণিরামপুরের দিকে আসছিল। পথিমধ্যে স্টার ভাটার সামনে পৌঁছালে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহিন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ভাটার মোড়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: টানা একযুগ চাঁদাবাজি দখলবাজি হত্যাসহ নানা অপকর্মে লিপ্ত