ঝাঁপা প্রতিনিধি: যশোরের মণিরামপুরে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
আত্মহত্যাকারীরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২য় বর্ষের ছাত্র উপজেলার প্রতাপকাটি গ্রামের মৃত্যুঞ্জয় সেন (২২) এবং উপজেলার হাকিমপুর গ্রামের শহরবানু (৭৫)।
স্থানীয় ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু বলেন, মৃত্যুঞ্জয়ের হাত বিকলাঙ্গ ছিলো এবং এক বছর ধরে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে মৃত্যুঞ্জয়। অসুস্থতার কারণে সে লেখাপড়ায় এক বছর পিছিয়ে পড়ায় হতাশায় ভুগছিলো। এ কারণেই হয়তো সে আত্মহত্যা করেছে।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, হতাশা থেকে মৃত্যুঞ্জয় আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া শারীরিক অসুস্থতার কারণে উপজেলার হাকিমপুর গ্রামে শহরবানু নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বানী ইসরাইল বলেন, আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা কেরেছেন বৃদ্ধার ছেলে।
আরও পড়ুন: যশোরের চিহ্নিত সন্ত্রাসী আলোচিত হাফিজ ইয়াবাসহ আটক