নিজস্ব প্রতিবেদেক
মণিরামপুরে বিষমুক্ত নিরাপদ সবজি ক্রয়-বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার রাজগঞ্জ বাজারে পিকেএসএফ-এর আর্থিক সহযোগিতায় নবলোক পরিষদের উদ্যোগে এ বাজারের উদ্বোধন করা হয়। নবলোক উপনির্বাহী পরিচালক আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সবজি উৎপাদনের অন্যতম জেলা যশোর। বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে যশোরের কৃষকরা অবদান রাখছে। আর এই বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য যশোর অঞ্চলের ২২শ’ ৫০ জন কৃষক প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। যারা ইতিমধ্যে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করতে শুরু করেছে। এই বিষমুক্ত নিরাপদ সবজির দেশে-বিদেশে অনেক চাহিদা রয়েছে। কৃষকরা যদি নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করে তাহলে দেশের গ-ি পেরিয়ে বিদেশেও এই সবজি পাঠানো যাবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র ঋণ অপারেশন পরিচালক ফখরুল ইসলাম, নবলোক প্রকল্প ব্যবস্থাপক ইব্রাহিম খলিল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, পরিবেশ কর্মকর্তা আলমগীর হোসেন। বিষমুক্ত সবজি উৎপাদনের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
