মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মণিরামপুরে শপথ পাঠ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আদর্শ সম্মলনী মাধ্যমিক বিদালয়ের হুলরুমে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন।