মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুরে মাদক ব্যবসা নিয়ে কথা বলায় দুই কিশোরকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার কিশোররা হলেন, স্বরণপুর গ্রামের আশিক হোসেন (১৫) ও আব্দুল হাকিম (১৬)। বৃহস্পতিবার দুপুরে স্বরণপুর পশ্চিমপাড়ার একটি বাড়িতে তাদেরকে বেঁধে এ নির্যাতন চালানো হয়।
ঝিকরগাছা সদর ইউনিয়নের সারাসাতপুর গ্রামের রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। তার এই কারবারে সীমান্তবর্তী স্বরণপুর গ্রামের রুহুল আমিন, তারেক, সাগরসহ কয়েকজন যুবক সহযোগী হিসেবে কাজ করে। ঘটনার দিন সকালে বাসুদেবপুর গ্রামের রনি ও তুহিন নামের দুই যুবক স্বরণপুর এলাকার খ্রিস্টান বাড়ির মোড়ে গাঁজা সেবনকালে আশিক ও হাকিম তাদেরকে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিষয়টি জনৈক আল মামুনের সহযোগিতায় মাদক কারবারী রুহুল আমিনকে জানালে সাগর হোসেন, রুহুল আমিন, তারেকসহ একদল মাদক কারবারী ওই দুই কিশোর আশিক ও হাকিমকে ধরে নিয়ে স্থানীয় ইউপি সদস্যদের কাছে নিয়ে যায়। পরে ইউপি সদস্যর উপস্থিতিতে গাছে বেঁধে ওই ওই দুই কিশোরকে বেধড়ক মারপিট করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে মুঠোফোনে ইউপি সদস্য ইসমত আরা ঝুমুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই কিশোর নয়, চার ছেলেকে নিয়ে আসা হয়। বাকি কথা জানতে হলো আমাদের এখানে আসতে হবে, ফোনে বলা যাবে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, শুনেছি স্বরণপুর এলাকায় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তিনি।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।