মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দীনের বাসায় চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র এ সময় প্রায় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে চুরির ঘটনায় শুক্রবার থানায় অভিযোগ দাখিল হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চুরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
থানা থেকে মাত্র ৩শ’ গজ দূরে পৌর শহরের মণিরামপুর গ্রামের ঢাকুরিয়া রোড সংলগ্ন ‘মিনা মঞ্জিল’ নামের বাড়িতে এ চুরি সংঘটিত হয়।
রাত আনুমানিক ৩টার দিকে বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে চোরেরা ঘরে ঢুকে মোবাইল ফোন, ২টি ঘড়ি, নগদ টাকা ও কাপড়-চোপড় নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ নূর-ই-আলম সিদ্দিকী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।