নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ফারহান হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুকবার সকালে মণিরামপুরের মশ্মিমনগরের পারখাজুরার নতুন বাজারে। তিনি পারখাজুরা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
আহত ফারহান জানান, জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের ইনামুল হক ও তার বড় ভাই ইমদাদুল হক পারখাজুরার নতুন বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মণিরামপুর স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক।
