নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার পল্লী থেকে প্রশান্ত কুমার পাল (৩৬) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে খানপুর ইউনিয়নের ছিলুমপুর বাজারের পাশের একটি মেহগনি বাগান থেকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রশান্ত কুমার পাল আত্মহত্যা করেছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রশান্ত কুমার পাল উপজেলার ফেদাইপুর পাল পাড়ার অন্ন কুমার পালের ছেলে। তার মণিরামপুর বাজারে থানার পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে মণিরামপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির পাশে স্থানীয় ছিলুমপুর বাজারে যান প্রশান্ত কুমার পাল। এরপর রাতে বাজারে ঘোরাফেরা করলেও আর বাড়ি ফেরেননি। বাড়ির লোকজন তাকে না পেয়ে ওই রাতে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান তরতে পারেননি।
বুধবার সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় ছিলুমপুর বাজারের পাশে মিন্টুর বাগানে প্রশান্তকে গাছের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, কয়েকদিন আগে আত্মহত্যার উদ্দেশে সে বিষ পান করেছিল। মৃত্যুর কারণ উদঘাটন করার জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।