মণিরামপুর প্রতিনিধি: দেশব্যাপি বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মণিরামপুর উপজেলা যুবলীগ শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে।
উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী,
উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সম আলাউদ্দীন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আজিম, আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি প্রমুখ।