কল্যাণ রিপোর্ট: জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শফি কামালের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গরীবপুর চাঁদপুর দাখিল মাদরাসা মাঠে এ অনুষ্ঠান হয়।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শফি কামালের মেঝ পুত্র প্রভাষক মামুনুর রশিদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান, পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, খেদাপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ প্রমুখ। আছর বাদ শফি কামালের কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ।