মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শিক্ষকের লাঠির আঘাতে আরিফ হোসেন (১৩) নামের মাদ্রাসা ছাত্রের চোখ মারাত্মকভাবে জখম হয়েছে। আরিফ উপজেলার ওমর ইবনে খত্তাব (রা.) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং কোমলপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। বর্তমানে ঢাকাস্থ ইসলামী ইস্পাহানী চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ছাত্রের পিতা আইয়ুব হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি ওই মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান তার ছেলেকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে তার ছেলের চোখের মণি মারাত্মকভাবে জখম হয়। সে সময় যশোর দড়াটানাস্থ চক্ষু চিকিৎসকের কাছে নিয়ে গেলে অবস্থা খারাপ হওয়ায় ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে ঢাকায় পাঠান। তার চোখে অস্ত্রপচার করা হয়েছে। তবে চোখ আদৌ ভাল হবে কি-না, তা ডাক্তার নিশ্চিত করে বলতে পারেননি।
মাদ্রাসা সভাপতি মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত শিক্ষক হাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।