নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ‘চলো কথা বলি তোমার স্বপ্ন ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পলাশী আদর্শ কলেজ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধনের আয়োজনে এই সেমিনার হয়। সেমিনারে শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির ও ভাল মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার বিষয়ে অনুপ্রেরণা দেওয়া হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থী তন্ময় সরকার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালিস মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিম ইকবাল।
এসময় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও তাৎক্ষণিক কুইজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার মন্ডল। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদস্য আশিক মাহমুদ, শিহাব হোসেন, বায়জিদ হোসেন, রাফিদ, আরাফাত, রতœ, রায়হানসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।