মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে মণিরামপুর উপজেলার বাকোসপোল ও বিজয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার হাকোবা গ্রামের সোলায়মান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) এবং মেহেরপুরের রাজাপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে বিজয় (৩০)।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জাহাঙ্গীর হোসেন তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। বাকোসপোল নামকস্থানে পৌঁছালে দ্রুতগামী মাইক্রোবাস তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সার্জারি ওয়ার্ডে নেয়ার কিছু সময় পর তিনি মারা যান।
এছাড়া বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মণিরামপুর উপজেলার বিজয়রামপুরের সালামের রাইস মিলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা বিজয় নিহত হন। ট্রাকে থাকা হৃদয় শেখ ও জাহিদুল আহত হন। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।