আব্দুল্লাহ সোহান, মণিরামপুর
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মঞ্জুরুল মুর্জিদ, বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সার্জন ডাঃ নামজুস সাদিক রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তন্ময় কুমার বিশ্বাস। পাইলট প্রকল্প হিসেবে দেশে ১৮ টি স্বাস্থ্য কমপ্লেক্সে এক যোগে এদিন বৈকালিক চেম্বারের উদ্বোধন করা হয়। এরই মধ্যে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সপ্তাহে দু’দিন বিকেল ৩টা হতে সন্ধ্যা ৬ পর্যন্ত সরকার নির্ধারিত ফি অনুযায়ী চিকিৎসকরা সেবা প্রদান করবেন।
আরও পড়ুন:বর্তমান সরকারের আস্থা বিদেশি প্রভুদের ওপর