নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগে জয় পেয়েছে মণিরামপুর ক্রিকেট একাডেমি ও রিপন অটো স্পোর্টস একাডেমি। বুধবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে মণিরামপুর ৮৮ রানে মহিরণ স্ক্যাই কিং ক্রীড়া চক্রকে এবং রিপন অটো ১৬ রানে উষা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
দিনের প্রথম ম্যাচে মণিরামপুর ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। ব্যাট হাতে রায়হান ৩৫ বলে ৭টি চার ও ২টি ছয়ে ৫৮, বাদশা ২৪ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৪১, জাবের ৩২ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৩৯ ও সাদ্দাম ১৫ রান করেন। বল হাতে মহিরণের মুস্তাকিম বিল্লাহ ৪টি উইকেট দখল করেন।
পরে জবাব দিতে নেমে ১৭ ওভারে অল আউট হওয়ার আগে ১১২ রান করতে পারে। ব্যাট হাতে মুস্তাকিম বিল্লাহ ১৮ বলে ৩টি চার ও ১ছয়ে ২৫ ও জাহিদ হাসান ২২ রান করেন। মণিরামপুর ক্রিকেট একাডেমির জাবের ১২ রানে ৩টি, মিথুন ও সাদ্দাম ২টি করে উইকেট দখল করেন।
দিনের অপর ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুন এনে দেন রিপন অটোস স্পোর্টস একাডেমির দুই ওপেনার ফয়সাল ও নাদিম। দুজন ১২ ওভার ১ বল ক্রিজে থেকে করেন ৯৬ রান। ফয়সাল ৩৫ বলে চারটি চারে ৩৩ রানে আউট হলেও ফিফটি তুলে নেন নামিদ। নাদিম ৫২ বলে ১১টি চার ও ১ ছয়ে ৬৬ রান করে দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে সাজঘরে পথ ধরেন। নাদিমের আউটের পর আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় ২৫ ওভারে ৯ উইকেটে ১৮৮ রানে থামে রিপন অটোস স্পোর্টিং ক্লাবের দলীয় ইনিংস। উষা স্পোর্টিং ক্লাবের মাজহারুল ইসলাম ও নাজিব হোসেন ২টি করে উইকেট দখল করেন।
পরে ব্যাট করতে নেমে ইনিংসের ২০ ওভার পর্যন্ত জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেছিল উষা স্পোর্টিং ক্লাবের ব্যাটাররা। তবে শেষ দিকে রিপন অটোর দুই স্পিনার শিমুল ও ফয়সাল ৩ উইকেট করে নিলে ২৩ ওভার ৫ বলে ১৭২ রানে গুটিয়ে যায় উষার দলীয় ইনিংস। তিন উইকেট নিতে ফয়সাল ১৯ ও শিমুল ২৭ রান খরচ করেন।
উষার ব্যাট হাতে হাসান ২৬ বলে ৬টি চার ও এক ছয়ে ৩৮, রুবেল হোসেন ২৯, রিপন হোসেন রানা ২৪ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে তাদের খাতায় যোগ হয় ৩৮ রান।