নিজস্ব প্রতিবেদক
জেডিসি এবং মণিরামপুর ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবারের দুই ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক মণিরামপুর ক্রিকেট একাডেমি ও বসুন্দিয়ার মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ। মণিরামপুর সরকারি কলেজ মাঠে মণিরামপুর ক্রিকেট একাডেমি ৩ সুভাষীনি ক্রিকেট একাডেমিকে এবং দ্বিতীয় ম্যাচে মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ বৃষ্টি আইনে ২২ রানে ইয়াং ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
দিনের প্রথম ম্যাচে সুভাষীনি ১৯ ওভার তিন বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে মিলন ২৮ বলে ৩৩ ও মাহফুজ ১৬ বলে ২৮ রান করেন। মণিরামপুর ক্রিকেট একাডেমি ৪ ওভারে ১টি মেডেনসহ ১২ ও সুজন ২৭ রানে ৩টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মণিরামপুর ক্রিকেট একাডেমি। দলের পক্ষে নিলয় ২৪ বলে ৪৪, আল আমিন ১৭ বলে ৩৩ রান করেন। সুভাষীনির পক্ষে বল হাতে মিলন ১৫ রানে ৩টি, বুশ ২টি উইকেট দখল করেন। ১৭ বলে ৩৩ রান করায় ম্যাচ সেরা খেলোয়াড় হন।
দিনের অপর ম্যাচে ইয়াং ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে ১৮ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৯৫ রান করে। মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ ১০ ওভারে ৭৪ রান করার বৃষ্টি শুরু হয়। পরে আর খেলা শুরু করতে না পারায় প্যারাবোলা পদ্ধতিতে মুসলিম ফ্রেন্ডস ২২ রানে জয় পায়।
ব্যাট হাতে ইয়াং ক্রিকেট ক্লাবের সাগর ৩০ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। বল হাতে মুসলিম ফ্রেন্ডসের পক্ষে তৌহিদ ১৬ রানে ৩টি ও বাপ্পী ১৮ রানে ২টি উইকেট দখল করেন।
দলের পক্ষে মুসলিম ফ্রেন্ডসের ২১ বলে ১৫ ও রাকিব ৮ বলে ২০ রান করেন। ইয়াং ক্রিকেট ক্লাবের সীমান্ত ৩১ রানে ৩টি ও সাগর একটি উইকেট দখল করেন।
১ Comment
Pingback: ট্যাক্টরের কাছে হেরে গেলেন বাবর ও শান্ত