মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে এক স্কুল শিক্ষার্থী অপহরণের ৬ দিন পর সন্ধান মিলেছে। শনিবার সকালে পৌরসভার এক কাউন্সিলরকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন অপহরণের শিকার ওই স্কুল শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল বিকেলে মণিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী অপহরণের শিকার হন। এ ঘটনায় শনিবার বিজয়রামপুর গ্রামের শাহিন পাটোয়ারীর ছেলে ইমনসহ (১৯) অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেন ওই শিক্ষার্থীর মা।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আতিকুজ্জামান জানান, ভিকটিমকে উদ্ধার করতে চেষ্টা করার একপর্যায়ে শনিবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আইয়ূব পাটোয়ারীকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন ওই স্কুল শিক্ষার্থী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি।