নিজস্ব প্রতিবেদক
বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল বা বিড়ির প্যাকেটে লাগানো ট্যাক্স স্ট্যাম্পসহ তিনজনকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মণিরামপুর উপজেলার ঘিবা গ্রামের আকরাম হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার ঘিবা গ্রামের আকরাম হোসেন (২৭), ঝিকরগাছা উপজেলার করিমআলী গ্রামের বিপ্লব হোসেন (২৬) ও সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট গ্রামের ফিরোজ আলী (২৫)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আকরাম হোসেনের বাড়ি থেকে ১৯ হাজার ৬০ প্যাকেট নকল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি এবং ৬ লাখ ৬৭ হাজার পিস জাল স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা হয়েছে।
বাংলাদেশে বিড়ি-সিগারেট প্যাকেটে কাগজের যে ছোট পাতলা আবরণ ফিতার মতো জড়ানো থাকে সেটি হলো ব্যান্ডরোল। ব্যান্ডরোল ছাপা হয় সরকারি প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন অব বাংলাদেশ থেকে। সেখান থেকে ব্যান্ডরোল সংগ্রহ করে বিড়ি-সিগারেটের কোম্পানিগুলো। আর বাজারজাতের সময় ব্যান্ডরোলের ব্যবহার অনুযায়ী ভ্যাট বিভাগে শুল্ক-কর পরিশোধ করতে হয়। অর্থাৎ বিড়ি-সিগারেটের কর আদায় হয় এই ব্যান্ডরোলের মাধ্যমে।