আব্দুল্লাহ সোহান, মণিরামপুর
মণিরামপুর পাবলিক লাইব্রেরী’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে পাবলিক লাইব্রেরীর হলরুমে ব্যালটের মাধ্যমে ৪টি বুথে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩২৮ জন ভোটাদের মধ্য ২৯৮ জন ভোটাধীকার প্রয়োগ করেন। যার মধ্যে ৫টি ভোট বিনষ্ট হয়।
এদিন বিকেলে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা পরিষদের সভাপতি মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ নির্বাচনে ১৪ পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এর মধ্যে কাজী মাহমুদ পারভেজ শুভ ২২৮ ভোট, মামুন অর রশিদ জুয়েল ২২৫ ভোট, অধ্যাপক নুরুল হক ২২০ ভোট, আব্বাস উদ্দিন ২০৮ ভোট, ফিরোজ আহম্মেদ ১৯৯ ভোট, টি এম সায়ফুল আলম ১৯৮ ভোট, হোসাইন নজরুল হক ১৯২ ভোট, কাজী জলি আক্তার ১৮৭ ভোট, মোস্তাফিজুর রহমান ১৮৫ ভোট, হাদ্দীউজ্জামান ১৮৩ ভোট, সাজেদুর রহমান লিটু ১৮২ ভোট, চঞ্চল কুমার ভট্টাচার্য্য ১৭৯ ভোট, পলাশ ঘোষ ১৭১ ভোট, সুমন কুমার দাস ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন:নাবালিকা মেয়েকে ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার
