মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে যশোর আইনজীবী সমিতির ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসাদুজ্জামান মিন্টুর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এদিন সন্ধ্যায় মিন্টুকে আদালতে পাঠানো হয়।
